মোঃ নাজমুল হুদা,লামা:
বান্দরবান লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ওয়ার্ড বয় জনাব শাপলু মোহর (৩২) করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫ জন। বৃহস্পতিবার (২৮ মে’২০) তাহার করোনা স্যাম্পল টেস্টের মধ্যে রিপোর্ট পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক ।
জানাযায়, গত ২০-মে তাহার সাধারণ সর্দি কাশি দেখা দিলে তাহার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয় এবং ঐদিন তাহার নমুনা সিভিল সার্জন বান্দরবান পার্বত্য জেলা হয়ে আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি কক্সবাজার মেডিকেল কলেজ এ প্রেরণ করা হয়। এবং ২৮ মে’২০ তাহার নমুনায় করোনা পজেটিভ হয়। আক্রান্ত স্বাস্থ্য কমপ্লেক্স এর ওয়ার্ড বয় বর্তমানে লামা পৌরসভার ৭নং ওয়ার্ড মধুরঝিরিস্থ তাহার নিজ ভাড়াবাসায় রয়েছেন। তবে করোনা রিপোর্ট পজিটিভ আশায় তাকে আজই হাসপাতাল আইসোলেশনে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক ।
এদিকে উপজেলার প্রথম সারির করোনা যোদ্ধা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মুদুল হক গত ২৭-মে’২০ সুস্থ হয়ে হাসপাতালে নিজ কর্মস্থলে ফিরলেন। এবং ফুল দিয়ে বরন করে নেন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রসঙ্গত, বান্দরবান লামা উপজেলায় মোট করোনা রোগী সনাক্ত ৮ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। আইসোলেশনে আছেন ৩ জন।