নিজস্ব প্রতিবেদক :
বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে লামা পৌরসভার ৬ নং ওয়ার্ড (সাবেক বিলছড়ি)ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হোসেনের বিরুদ্ধে। ধর্ষিতা মেয়ে একই এলাকার মাইন উদ্দীন মেয়ে বৃষ্টি আক্তার (১৮)। এ নিয়ে বৃহস্পতিবার ঘটনার পর সন্ধ্যায় এ বিচারের দাবীতে স্থানীয়দের ধারে ধারে বাড়ীতে ঘুরে বেড়াচ্ছে মেয়ে পক্ষের লোকজনেরা।
সেক্ষেত্রে রাতে ঘটনার ধামা চাপা দেওয়ার জন্য বার বার বৈঠক করেন স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকজন লোক। ধর্ষিতা মেয়ের বাবা মোঃ মাইন উদ্দীন জানান, মেয়ের সাথে অভিযুক্ত ছেলের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। এখন এই ঘটনা জানাজানির পর ছেলে ঘটনার কথা অস্বীকার করে ওল্টা হুমকি দিচ্ছে মেয়ের পরিবারকে। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে এরা এ সমস্ত কাজ করতেছে।
স্থানীয়দের অভিযোগ,বর্ণিত মোঃ মালু মিয়ার পুত্র মোঃ হোসেনের সাথে দীর্ঘদিন ধর্ষিতা নারীর প্রেমের সম্পর্ক ছিল। জানা-জানির পর এখন ছেলের পরিবার সমাজের কারো কথা শুনতেছে না। এক্ষেত্রে মেয়ের পরিবারটি সত্যই অসহায় তাই দেশের প্রচলিত আইনে এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। এ বিষয়ে আরও জানতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকের হোসেনকে প্রতিবেদক বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।