চলতে গিয়ে পথে ঘাটে
কতো কিছু দেখি,
কিছু আছে স্রস্টার সৃস্টি
কিছু আছে মেকি।
দুনিয়ার মোহে পড়ে
ভক্ত হই সসীমে,
মনটা বড় এলোমেলো
চোখ যায়না অসীমে।
আলো ভেবে আলেয়াকে
অল্প হলেও ধরি,
ক্ষানিক সময় হয়ে গেলে
ভেবে বলি সরি।
গাড়ি বাড়ি বিত্ত বৈভব
করতে সবাই ব্যাস্ত,
সারা জীবন ধর্মে কর্মে
হইনা কেহ ন্যাস্ত।
নয়ন ভরে দেখি দিনে
ঘুম আসেনা রাতে,
ভাবি বসে একা ঘরে
কেউ আসেনা সাথে?
দুইকালের শান্তি পেতে
সাদা পথে চলবে,
চলার সাথে বলার বেলায়
সত্য কথা বলবে।
দমে দমে আল্লাহ বলে
দুরূদ মনে পড়বে,
সৎ সুন্দর সোজা পথে
জীবনটাকে গড়বে।
লোভনীয় দেখে যখন
লাগবে মনে ধন্ধ,
জোর করেই দুই নয়নে
সাটার করো বন্ধ।
নয়ন যাবে মনটা টানবে
দুনিয়ারই ভাগাড়,
মাথা নিচু মনটা শক্ত
ফেলবে চোখের সাটার।
CBALO/আপন ইসলাম