নেই আর কোনো বন্ধু
নেই আর সেই প্রিয়জন,
পরিচিতের তালিকার শহর
আজ বড়োই অল্পজন।
সে ছিলো এক প্রেমময়
মিলিত হৃদয়স্পন্দনের টান,
সেতো এখন না পাওয়া
ইচ্ছার তিব্র-বেদনার ভান।
কার মুখের ভাষা বুঝবি তুই
এত মুখোশের লুকে,
নেই যে আর কোনো আপনজন
বোঝার মতো তোকে।
একাকীত্বের যুদ্ধে তুই
কাকে বলবি পায়ে পা মেলাতে ?
এখনতো সবাই নিজ পা গুনে
নিজ স্বার্থই মেটাতে ।
—————————————-
আমাতুল্লাহ, ভারত।
CBALO/আপন ইসলাম