কবিতা শেষ না করেই চলে যাবি?
এত কিসের তাড়া তোর?
আগে এসেছিস বলে কি – আগেই যেতে হয়!
ছন্দ মিলে যদি ছন্দ হয়- সুর হতে দোষ কোথায়?
কবিতাতে দাড়ি- কমা আসে
জীবনেও সুখ -দুখ আসে,
দাড়ি -কমা ছাড়া কি কবিতা পূর্ণতা পায়?
সুখ- দুখ ছাড়া কি জীবন স্নিগ্ধতা পায়?
কবিতা আত্মা থেকে মেতে ওঠে
আর ভালবাসা আত্মার এক কোণকে জাগায়।
তাইতো প্রেমের বিরহে কবিতা জেগে ওঠে
আর সব কবিকেই তাই ভালবাসার স্বাদ নিতে হয়।
তুই তো এমন ছিলি না!
তুই ছিলি সাগরের মত সীমা ছাড়া।
তোকে কি কেউ বাঁধ দিতে পারে?
বাঁধা ভাঙতে কি তোর ব্যথা লাগে?
বিরহ শেষে কবিতা যেমন ছন্দ মিলায়
বাঁধ ভেঙে সাগর যেমন সীমা ছাড়ায়,
আয় তুই – আমি আজ সুর মিলায়
চাঁদের আলোয় কবিতার ধারা সাজায়।
CBALO/আপন ইসলাম