চাঁদ ওঠেছে পশ্চিম আকাশে
তীর ধনুকের মতো,
পাড়ার ছেলেমেয়ে ছুটে এসেছে
দেখবে চাঁদের আলো যতো।
যাবো সবাই ঈদের মাঠে
আনন্দ ভরা বুকবাঁধে,
নামাজ পড়বো, দোয়া করবো,
শুধু কোলাকুলি বাদে।
সেমাই খাবো, পায়েশ খাবো,
পরিবারের সাথে থাকবো
যাবো নাকো বাইরে,
কতো মজা হবো।
ঈদের দিনে করবো মজা
থাকবো না আর রোজা
এবারের ঈদটা হবে
অন্য বারের চেয়ে সোজা।
লেখক পরিচিতি:-
এম.এ. মান্নান
পিরোজপুর, দেলদুয়ার, টাঙ্গাইল।
মোবাইল- ০১৭২৪-৮৩২৫৩৬