ইব্রাহিম আকাশ ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহনে ৫০ হাজার টাকার জাল নোটসহ ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ, মঙ্গলবার ভোর রাতে লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়ি থেকে জুয়েল ও সোহেলকে গ্রেফতার করে লালমোহন থানার তদন্ত অফিসার মো: বশির আলমের নেতৃত্বে। তাদের পিতার নাম মৃত কাশেম দেওয়ান। লালমোহন থানার তদন্ত অফিসার মো: বশির আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে জুয়েল ও সোহেলকে তাদের নিজ বাড়ির দরজা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ৫০ টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
দুই ভাইয়ের বিরুদ্ধে লালমোহন থানায় একাধিক মামলা রয়েছে। জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়িতে একাধিক ব্যক্তি জাল টাকার ব্যবসার সাথে জড়িত। ওই বাড়ির অনেকের নামে জাল টাকা সহ, চুরি, ডাকাতি ও বিভিন্ন মামলা রয়েছে। দফায় দফায় পুলিশের হাতে গ্রেফতারও হয় তারা। পরে জামিনে এসে আবার পূর্বের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।