মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
শেষ মুহূর্তে জমে উঠেছে বান্দরবানের লামা পৌরসভা নির্বাচন। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে এলাকা।পৌর নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। লামা পৌর শহর ও পাড়া মহলার অলিগলির সকল সড়কেই প্রচারণায় ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার-ব্যানার। পৌর নির্বাচনের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকা। তাকালেই চোখে পড়বে সারি সারি ঝোলানো পোস্টার। মাইকিং ছাড়াও চলছে সোশ্যাল মিডিয়াতে নির্বাচনী প্রচারণা। চায়ের স্টলগুলোতে চলছে চায়ের আড্ডা। বুঝতে বাকি নাই পৌর নির্বাচন খানিকটা জমে উঠেছে। করোনা আর শীতকে পেছনে ফেলে কোনো প্রার্থীই পিছিয়ে নেই প্রচার-প্রচারণায়। লামা পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র (নগর পিতা) মো.জহিরুল ইসলাম (নৌকা)।
এছাড়াও মেয়র পদে লড়ছেন বিএনপির দলীয় প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন (ধানের শীষ) ও জাতীয় পার্টির প্রার্থী মোঃ শহিদুল ইসলাম (নাঙ্গল) প্রতীকে। এছাড়া সাধারণ আসনের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ২৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিকে ২ ও ৪ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধীতায় মোঃ হোসেন বাদশা ও মোঃ রফিক পুনরায় কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত কয়েক দিন ধরে পৌরসভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচারণ বিধি মানা হচ্ছে কিনা তা তদারকিতে মাঠে নামেন আদালত। এ আদালত পরিচালনা দায়িত্বে আসেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশিদসহ অন্যরা। ভোটের মাঠে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা তথা বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা ফারুলের নেতৃত্বে আসছে ১৬ জানুয়ারি লামা পৌরসভার নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি ভোটের মাঠে নেমে গেছেন মহিলা আওয়ামী লীগের নেত্রীরা। সেক্ষেত্রে পৌরসভার এলাকা জুড়ে নৌকার জয় জয় ধ্বনি শোনা যাচ্ছে। মহিলা আওয়ামী লীগের নেত্রীরা ঘরে বসে না থেকে পৌর এলাকাসহ বাজার পাড়া মহল্লাই নৌকার প্রার্থী মোঃ জহিরুল ইসলামকে (নৌকা) প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের কাছে ছুঁটে চলেছেন।
সোমবার (১১ জানুয়ারি,২০২১ ইং) ৮ নং ওয়ার্ডে গণসংযোগ পরবর্তীতে বিকালে লামা বাজারস্থ মার্মা পাড়া ও বালিকা উচ্চ বিদ্যালয়ে (৩ নং ওয়ার্ড) নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। আরও মেয়র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম,উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্যদ্বয় বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান ও নারীনেত্রী ফাতেমা পারুল,লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, মিল্কী রাণী দাশ, উপজেলা আ,লীগের সহ-সভাপতি যথাক্রমে আক্তার কামাল (মাইজা মিয়া) প্রসন্ন কান্তি ভট্টাচার্য্য,বিজয় আইচ,যুগ্নসম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা,মিন্টু কুমার সেন,মোঃ জসিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলে রাব্বী সুজন,সাবেক ছাত্রনেতা ক্য জ মার্মা,সাংবাদিক মোঃ নাজমুল হুদা,উপজেলা ছাত্রলীগের মংক্যহ্লা মার্মা,মোঃ শাহীন,পৌর ছাত্রলীগের বিপ্লব নাথ,কলেজ ছাত্রলীগের সাদ্দাম,নাহিদ ও রনি প্রমূখ। সূত্রে জানা যায়, ২৮.৪৯ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভায় ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩০০ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৩৮৬ জন। আসন্ন নির্বাচনে ৯টি কেন্দ্রে ৩৯টি বুথে ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জানুয়ারি রাত ১২টা থেকে প্রচার-প্রচারণা শেষ হবে। এবারে লামা পৌরসভার নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রোকেয়া খানম কেয়া জানান, এখনও আমরা সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশে প্রচার -প্রচারনা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমার ওয়ার্ডের (১ ২ও৩) পৌরবাসি এবারে যোগ্য প্রার্থী বেচে নেবেন এটাই প্রত্যাশা করছি। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী এ.টি.এম শহিদুল ইসলামও বয়সে নবীন। ভোট পেতে গণসংযোগ অব্যাহত রেখে পুরোনোরা অতীতে এলাকায় যা উন্নয়ন করেছেন তার ফিরিস্তি তুলে ধরছেন তিনি।
এখনও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু -ভাল রয়েছে বলেও জানান তিনি। আ.লীগের মেয়র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম জানান, গত ৫ বছরে তৃতীয় শ্রেনীর পৌরসভাকে দ্বিতীয় শ্রেনীতে উন্নত করাসহ পৌরসভা ও সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে ৪৩ কোটি ৫২ লক্ষ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আরও ৫৬৭কোটি ৮১ লক্ষ টাকার উন্নয়ন কাজ চলমান ও প্রক্রিয়াধীর রয়েছে।এসব প্রকল্প শতভাগ বাস্তবায়ন হলে লামা পৌরসভা আগামী ৫ বছরে মেগা সিটিতে পরিণত হয়ে।সেক্ষেত্রে আবারও লামা পৌরবাসি নৌকা মার্কায় ভোট দিবে আমি এ বিষয়ে শতভাগ আশাবাদী। লামা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর হোছাইন বলেন,এই পর্যন্ত পৌরসভার কোন পদের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি বিঘ্ন বিষয়ে কোন অাপক্তি দেননি। পাশাপাশি আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী মাঠে রয়েছে। আরও ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
CBALO/আপন ইসলাম