শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

ই-পেপার

হোসেনপুরে চিকিৎসা সেবা দিল পাঁচ টাকার হাসপাতাল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ণ

মো. স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল শওকত হেনা ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। আজ রোববার (১০ জানুয়ারি, ২০২১ইং) সকালে উপজেলার শাহেদল মধ্যপাড়ায় জসিম মাস্টারের বাড়ি (ডাক্তার বাড়িতে) ফাউন্ডেশনের উদ্বোধনী দিনে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে উপজেলার ৮শতাধিক দুস্থ অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিশিষ্ট সমাজসেবক আলহাজ নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে মানবিকতায় কিশোরগঞ্জ পাঁচ টাকার হাসপাতালের বিশেষ স্বাস্থ্যসেবার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসিরুজ্জামান সেলিম, শাহেদল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাহবুবুল হক, ফাউন্ডেশনের উদ্যোক্তা ব্যাংকার মিজান সিকান্দার রুশো প্রমুখ।

 

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. আতিক সিকান্দার সিজার এর নেতৃত্বে দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সাবরিনা সুলতানা, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শফিউল আলম, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আরিফ আহমেদ জনি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সৈয়দ শাহরিয়ার নাজিম, ডা. এ.জি.এম. রায়হান ও ডা. ইফফাত পরাগ, কিশোরগঞ্জ দীন চক্ষু হাসপাতালের ডাক্তার মুহাইমিনুল ইসলাম ফাহাদ ও সুমন আহমেদ। স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোক্তা মানবিকতায় কিশোরগঞ্জের সভাপতি ইমরান খান ও ব্যাংকার মিজান সিকান্দার রুশো জানান, স্বাস্থ্যসেবা কার্যক্রমে রোগীদের কাছ থেকে নেওয়া পাঁচ টাকার সঞ্চিত অর্থ দরিদ্র ও অসহায়দের কল্যাণেই ব্যয় করা হবে। তারা বলেন, এ বছর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফাউন্ডেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রতিবছর এই দিনে একইভাবে উপজেলার অসহায় দুস্থদের স্বাস্থ্যসেবায় নানামুখী কার্যক্রম ফাউন্ডেশন হাতে নিবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর