সংবাদ ডেস্ক: ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিনের (টিকা) প্রথম ডোজ টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। স্থানীয় সময় শুক্রবার দেশটির নিয়াম শহরে এই টিকা নিয়েছেন তিনি।
প্রতিবেদনে সৌদি বাদশার টিকা নেয়ার দুটি ছবি এবং একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।
করোনার টিকা নেওয়ায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বাদশাহকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেছেন, করোনা প্রতিরোধে আজ বাদশাহ ভ্যাকসিন নিয়েছেন। তিনি করোনা মহামারি শুরুর পর থেকে এখনো পর্যন্ত দেশের নাগরিক ও বাসিন্দাদের স্বার্থে সব ধরনের সহায়তা দিয়ে আসছেন।
এদিকে, ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেয়া শুরু হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন ধাপে করোনার টিকা দেয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে। দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেয়া হবে।