রফিকুল ইসলাম,তাড়াইল প্রতিনিধি :
নক্ষত্র ফাউন্ডেশন। আকাশের নক্ষত্রের (তারকার) মতোই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অবধান রেখে আলো ছড়াচ্ছে এই সংগঠনটি। জানা যায়, নক্ষত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এ সাইদ এর অক্লান্ত পরিশ্রমে হাটি হাটি পা-পা করে দুটি বছর ধরে তাড়াইল উপজেলায় বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে অংশ নিয়ে আসছে এ সংগঠনটি।
নক্ষত্র ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এম এ সাইদ বলেন, বর্তমান কমিটি অত্যান্ত যোগ্যতার সাথে করোনা ও অন্যান্যক্ষেত্রে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান কমিটির মেয়াদ ১ জানুয়ারি ২০২১ তারিখে শেষ হয়েছে বিধায় নতুন কমিটি নিয়োগ দেওয়া। সম্মানিত নতুন পরিচালনা কমিটিতে। নতুন ১১ জনের নাম। রফিকুল ইসলাম- রাউতি, আজিজুল ইসলাম – কলুমা, তামান্না ইসলাম – তালজাংগা, নয়ন ভুঁইয়া – বরুহা, সোহেল- মালয়েশিয়া, শিমুল আকতার – তাড়াইল, মোঃ নুরুল্লাহ – ভেয়ারকোনা, আঃ মজিদ – সেকান্দর নগর, সিরাজুল ইসলাম – জাওয়ার, কামরুজ্জামান – দড়িজাংগীরপুর, আনিসুর রহমান আরিফ ধলা।
এম এ সাইদ আরো বলেন, আমাদের সংগঠনটির মূলমন্ত্র হলো অবহেলিত জনগোষ্ঠী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের কে সাধ্যমতো সাহায্য করা। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন কারীদের ক্রেস্ট প্রদান করা। তাড়াইল উপজেলায় বিভিন্ন পদে দায়িত্বে থাকা অবস্থায় যারা নিজেদেরকে বিশেষ কোনো কাজে প্রশংসনীয় ভুমিকায় নিয়ে এসেছেন তাদের মধ্যে যারা মনোনয়ন পাবেন তাদেরকে ফাউন্ডেশনের পরবর্তী বাৎসরিক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে। তিনি জানান, আমরা চেষ্টা করছি তাড়াইল উপজেলার প্রতিটি গ্রামে ফাউন্ডেশনের সেবা পৌঁছে দিতে। সে জন্য আমাদের প্রতিটি গ্রামে ফাউন্ডেশনের সদস্য নেয়া হচ্ছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন, এ পর্যন্ত যারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে সহোযোগিতা করেছেন তাদেরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ফাউন্ডেশনের উন্নতি ও অগ্রগতির জন্য সবার সুদৃষ্টি কামনা করেছেন।
CBALO/আপন ইসলাম