শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

ই-পেপার

জামালপুর জেলার মেলান্দহ খাদ্য গুদামের অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

কামরুজ্জামান কানু, জামালপুর:

জামালপুর জেলার মেলান্দহ খাদ্য গুদামের অভ্যন্তরীণ আমন চলিত মৌসুমে বিভিন্ন মিলারদের নিকট হতে ধান ও চাল সংগ্রহ অভিজান এর উদ্বোধন করেছে। ৭-জানুয়ারী সকাল ১০-টায়। উক্ত অনুষ্টানে প্রাধান অতিথি ছিলেন ইন্জিনিয়ার মো: কামরুজ্জামান চেয়ারম্যান উপজেলা পরিষদ মেলান্দহ। মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখা ও সু-যোগ্য চেয়ারম্যান ৩-নং মাহমুদপুর ইউনিয়ন মেলান্দহ।  উক্ত আমন সিদ্ধো চাল সংগ্রহ  অনুষ্টান টি  উদ্বোধন করেন উদ্বোধক তামিম আল ইয়ামিন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা সংগ্রহ ও মনিটারিং কমিটি মেলান্দহ।

 

এ সময় উপস্হিত ছিলেন শহিদুল্যাহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, মোহাম্মদ সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য গুদাম, ইউয়ানুস আলী মিলার,নাজমুল হক সহ বিভিন্ন মিলার, গুদামের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উল্লেখ থাকে যে ২০২০-২০২১ অর্থ বছরে আমন সিদ্ধো চালের লক্ষ্যমাত্রা : ২৬৪৪.৮৬০মেট্রিক টণ। চুক্তি করেছে ৭ মিল মালিক : ৭৬.১১০মেট্রিক টণ।অপর দিকে আতফ আমন লক্ষ্যমাত্রা ১৩৩.২০০ মেট্রিক টণ,চুক্তি করেছে ২-মিল মালিক ৩৫.১০০মেট্রিক টণ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর