সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ; লাশ ফেলে ডাক্তারের পলায়ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১, ৬:২৬ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নগরীর সদর রোডের অনামি লেন (দ্বিতীয় গলি)’র বেঙ্গল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের গাইনী চিকিৎসক ডা. আফিয়া সুলতানার ভুল চিকিৎসায় অন্নি আক্তার (২২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে এ ঘটনার পর পরই হসপিটাল থেকে পালিয়ে যান ডাঃ আফিয়া সুলতানাসহ হাসপাতালের সকল স্টাফরা। পরে নিহতের স্বজরা ক্ষুদ্ধ হয়ে হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

মৃত অন্নি আক্তারের স্বজন বেলায়েত বাবলু বলেন, নগরীর কাট্টপটি এলাকার বাসিন্দা ও সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারী সামিউল ইসলাম সীমান্তর স্ত্রী অন্নি আক্তারের প্রসব বেদনা শুরু হলে মঙ্গলবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. আফিয়া সুলতানার তত্ত¡াবধানে একটি পুত্র সন্তানের জন্ম দেন অন্নি। রোগী অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় চিকিৎসকরা অন্নির স্বজনদের জানান তার (অন্নি) জরায়ুতে টিউমার রয়েছে। দ্রুত সেটি অপারেশন করা প্রয়োজন। এসময় স্বজনরা রোগীর শারীরিক অবস্থা ভালো থাকলে টিউমার অপারেশন করার জন্য অনুমতি দেন। রোগীর শরীরের অবস্থা ভালো জানিয়ে টিউমার অপারেশনের কথা বলেন চিকিৎসকরা। পরে সন্ধ্যায় চিকিৎসকরা রোগীর অবস্থা সংকটাপন্ন বলে তাকে দ্রুত শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

স্বজনদের দ্রুত শেবাচিমে নেয়ার পর চিকিৎসকরা জানান, রোগীর অনেক আগেই মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা অন্নির লাশ নিয়ে বেঙ্গল হসপিটালে এসে দেখতে পান চিকিৎসকসহ সকল স্টাফরা পালিয়ে গেছেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার সহকারি পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থদের থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর