শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

ই-পেপার

র‌্যাব-৮ এর রক্তদান কর্মসূচি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১, ৫:২৬ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ” উদ্যাপনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে বরিশাল র‌্যাব-৮’র সদস্যরা।

র‌্যাব-৮ অধিনায়ক ও ডিআইজি আতিকা ইসলামের নেতৃত্বে এবং রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে র‌্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত বার্তায় জানা গেছে, দিনব্যাপী এ কর্মসূচিতে র‌্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলামসহ মোট ৩২ জন র‌্যাব সদস্য আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করেছেন। এর আগে রক্ত দানের মধ্যদিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধণ করেন র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম।

উল্লেখ্য, মুজিব শর্তবর্ষ উপলক্ষে ১ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ‘র‌্যাব সেবা সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সেবা সপ্তাহ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশহিসেবে ইতোমধ্যে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি এবং রক্তদান কর্মসূচি পালন করেছে র‌্যাব-৮।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর