শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের নাগরিক শোকসভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১, ৫:২৪ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বীর মুক্তিযোদ্ধা, মহিলা পরিষদের সভাপতি, নারী আন্দোলনের অভিভাবক গণতান্ত্রিক, মানবিক, সাংস্কৃতিকসহ সকল প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বরিশালের নারী নেত্রী আয়শা খানমের মৃত্যুতে শোকবইতে স্বাক্ষর ও নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় নগরীর অশিনী কুমার টাউন হল চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটির জেলা শাখার আয়োজনে শোকসভায় সভাপতিত্ব করেন সনাক’র জেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ্ সাজেদা। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রতিকৃর্তিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে শোক সভায় শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া বেগম, সহ-সভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক পূস্প দে চত্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, জেলা গনফোরামের সভাপতি এ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, কবি আসমা চৌধুরী, প্রবীণ শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিষ কুমার,

 

জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একে আজাদ, প্রবীণ উন্নয়ন সদস্য আনোয়ার জাহিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, টিআইবি কর্মকর্তা মনিরুল ইসলাম, সংস্কৃতিক ও উন্নয়ন কর্মী শুভংকর চক্রবর্তী, নারী নেত্রী ও বিসিসি’র কাউন্সিলর কহিনুর বেগম, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা প্রমুখ।এর পূর্বে বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে আগত বিভিন্ন ব্যাক্তিরা স্বাক্ষর করে তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর