শাহিনুর ইসলাম নিজস্ব প্রতিবেদক:
সাকিব মোহাম্মদ আল হাসান কে সভাপতি ও সানজিদা আফরোজ কে সাধারণ সম্পাদক করে প্রথম আলো বন্ধুসভা ঝিনাইদহ জেলা কমিটির ২০২১ সালের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (১ জানুয়ারি) বন্ধুসভার কেন্দ্রীয় পরিষদকর্তৃক অনুমোদনের পর অনলাইনের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন -সহ সভাপতি সোহেল রানা, সোনালী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অতনু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন,
সাংগঠনিক সম্পাদক মো. আবু রেজা আল হাসান ইমাম, উপ -সাংগঠনিক সম্পাদক সম্রাট কুমার, নারী বিষয়ক সম্পাদক আখী আলমগীর, পাঠ্যচক্র আফিফা আলম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী আকবর প্লাবন, যোগাযোগ সম্পাদক ইকরা রহমান, প্রচার সম্পাদক মোঃফিরোজ হোসেন, মানব সম্পদ সম্পাদক আব্দুর রিফাত, দপ্তর সম্পাদক আল আমিন খান সোহেল, সাহিত্য সম্পাদক মোঃজুলহক, পাঠাগার সম্পাদক ইসমাতারা ইভা, প্রশিক্ষণ সম্পাদক মায়িসা রহমান, অর্থ সম্পাদক মোঃশাফিউল আলম, সমাজ কল্যাণ সম্পাদক আশফিকা আনজুম, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ,
ক্রিয়া সম্পাদক শাহারিয়ার নাজিম জনি, অনুষ্ঠান সম্পাদক আসিফ আল আফ্রিদি অন্ত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক খোন্দকার মায়েশা রহমান, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদা ইয়াসমিন পুতুল উপদেষ্টা হিসেবে রয়েছেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ইঞ্জিনিয়ার খোন্দকার হাসিবুল কবির, প্রোগ্রাম অফিসার আসমা জামান,স্বাস্থকর্মী শামীম আহমেদ বাবু, শাহীনুর আলম লিটন, সাঈক আল যামী লিসন। উল্লেখ্য যে, ‘ভালোর সাথে,আলোর পথে’ এই স্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, প্রগতিশীল, সামাজিক ও মানবিক মানব গঠনের পাশাপাশি সকল প্রকার সামাজউন্নয়নমূলক কাজে ভূমিকা রাখে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রথম আলো বন্ধুসভা। ঝিনাইদহ বন্ধুসভাও বিগত সময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দেশব্যাপী অনেক প্রশংসা অর্জন করেছে।
CBALO/আপন ইসলাম