সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কয়েকটি গ্রামীণ রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন ইউপি সদস্য শাহজাদা মণ্ডল।
লাইনপাড়া বঙ্গবন্ধু ক্লাব সংলগ্ন রাস্তা হতে পূর্বদিকে ব্রিজ পর্যন্ত ২০০ মিটার, মোটের বাজার রোড হতে গ্রামীণ রাস্তার ১০০০ মিটার, ভক্তিবাড়ী এলাকার পাকা রাস্তা হতে হাসান মাস্টারের বাড়ি পর্যন্ত ২০০ মিটার রাস্তার সংস্কার কাজ করেছেন তিনি।
এসব কাঁচা রাস্তাগুলোতে গত বর্ষাকালে বড় বড় গর্তের সৃষ্টি হয়। অনেক জায়গায় পানি ও কাদা জমে থাকে। আর এতে করে সাধারণ মানুষের চলাচলে বেশ ভোগান্তির সৃষ্টি হয়েছে। রাস্তাগুলোতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।
বিষয়টি ইউপি সদস্য শাহজাদা মণ্ডলের নজরে এলে পরে তিনি সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে ওইসব কাঁচা রাস্তা মেরামতের উদ্যোগ নেন।
আর এ বিষয়ে ইউপি সদস্য শাহজাদা মণ্ডল জানান, “রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হওয়ায় মানুষের কষ্ট লাঘবের জন্য মানবিকতা ও নৈতিক দায়িত্ববোধ থেকে এসব কাঁচা রাস্তা মাটি দিয়ে ভরাট করে মেরামত করেছি।”
CBALO/আপন ইসলাম