মোঃ দুলাল হকি,ঠাকুরগাঁও প্রতিনিধি :
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব মেনে ঈদ উদযাপনের নির্দেশনা থাকলেও ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতর উপলক্ষে মাংসের বাজারে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধর্ম মন্ত্রনালয় ও জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপনের নির্দেশনা দেয়।ঈদগাঁয়ের পরিবর্তে মসজিদে নামাজ আদায় করা হলেও জেলার বিভিন্ন হাট বাজারে মাংস কেনা বেচার দোকানে প্রচন্ড ভীড় পরিলক্ষিত হয়ছে।
দোকানে ক্রেতাদের দাড়ানো কোন চিহ্ন দেওয়া হয়নি।এমনি ক্রেতারাও গায়ে গায়ে ঠেস দিয়ে দাড়িয়ে মাংস সংগ্রহ করতে দেখা গেছে।এতে করোনা মহামারী সংক্রমনের ঝুঁকি রয়ে গেছে।