আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ রোধে টিকা নিয়েছেন নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেনের পর মর্ডানা ভ্যাকসিনের ডোজ নিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার ইউনাইটেড মেডিক্যাল সেন্টারে কমলা হ্যারিসকে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর এক টুইট বার্তায় কমলা হ্যারিস জানান, আজ আমি ভ্যাকসিন গ্রহণ করেছি, আমি ফ্রন্টলাইন ওয়ার্কার, বিজ্ঞানী ও গবেষকদের কাছে কৃতজ্ঞ। তিনি আরো বলেন, সার্মথ্য হলে ভ্যাকসিনটি নিয়ে নিন, এটি ব্যাথামুক্ত।
এদিকে কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও এদিন টিকার প্রথম ডোজ নিয়েছেন।
কমলা হ্যারিসের টিকা দেওয়ার বিষয়টি টিভিতেও সরাসরি প্রচার করা হয়। এর সপ্তাহখানে আগে টিকা দেওয়া হয় বাইডেনকে।
সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া