সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মনির আক্তার খান তরু লোদী বেসরকারিভাবে বিপুল ভোটে
বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৯০৮৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হাসান সজল ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন ১৮৬৭ ভোট।
প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শাহজাদপুর পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে ২৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।
ভোট গণনা শেষে উপজেলা রিটার্নি কর্মকর্তা আবুল হোসেন এ ফলাফল নিশ্চিত করেন।
এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪২ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।