রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

উল্লাপাড়ায় অবশেষে পুলিশের বাধার মুখে অবৈধ দখলকারীর নির্মান কাজ বন্ধ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ

আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিরোধপূর্ন একটি জায়গা জোর পূর্বক দখলে নেওয়ার চেষ্টার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পৌর এলাকার ঝিকিড়ার তুষার কান্তি সাহা আজ রোববার মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন। এদিকে পুলিশের বাধার মুখে দখলকারী অবশেষে সেখানে দেয়াল নির্মান কাজ বন্ধ রেখেছে।
লিখিত অভিযোগ সূত্রে, উল্লাপাড়ার পৌর এলাকার ঝিকিড়া মহল্লার তুষার কান্তি সাহা’র নিজ পৈত্রিক আট শতক সম্পত্তি নিয়ে মাহবুবুল আলম বাচ্চু’র সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তফসিল সম্পত্তি মৌজা-শ্রীকোলা, আর এস খতিয়ান নং-১৪৯, আর এস দাগ ৪৯৯, জমির পরিমান ৮ শতক। আজ রোববার সকাল দশটার দিকে উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়ার মাহবুবুল আলম বাচ্চু ২০ থেকে ৩০ জনের একটি দল নিয়ে এ সম্পত্তি দখলে নিতে যান। সেখানে অভিযোগকারীর বসতঘর ভাংচুর সহ বিভিন্ন স্থাপনার ক্ষতি করে। ক্ষতির পরিমান প্রায় দুই লাখ টাকা। এছাড়া সেখানে জোরপূর্বক ইটের দেয়াল নির্মান করা হতে থাকে।
দখলকারী মাহবুবুল আলম বাচ্চু বলেন, বিগত ২০১৩ সালে দলিল ও রেকড মুলে কোবাদ আলী’র কাছ থেকে তিনি এ সম্পত্তি কিনেছেন। তার কেনা সম্পত্তিতেই দেয়াল নির্মান কাজ শুরু করেন।
এমনাবস্থায় বিষয়টি নিয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর তুষার কান্তি সাহা লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ পেয়ে উল্লাপাড়া মডেল থানার এসআই মোঃ আলাল তাৎক্ষনিক সরেজমিনে ঘটনাস্থলে যান।
এ বিষয়ে এসআই আলাল জানান, লিখিত অভিযোগ পেয়ে সেখানে গিয়ে দখলকারীকে দেয়াল নির্মান কাজে বাধা এবং দখলকারীকে দলবল সহ সেখান থেকে সরিয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর