আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব আটোয়ারীর আয়োজনে শনিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে প্রায় ১০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ্উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর কুদ্দুশ ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সালমান সাঈদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মোঃ নসিব ইসলাম(অভি)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ মহিরুল ইসলাম, ইবনে আল মারুফ প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের এমন প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান এবং আটোয়ারীতে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সংগঠনটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।