বেলাল হোসাইন,(খাগড়াছড়)ঃ
খাগড়াছড়ি রামগড় পৌরসভার ৯নং ওর্য়াডে শীর্তাত গরীব মানুষরে মাঝে কম্বল বতিরণ করছেনে রামগড় পৌরসভার ৯নং ওর্য়াডরে কাউন্সলির মোহাম্মদ আবুল কাসমে।শীতে অসহায় ও গরবি মানুষরা যনেো কষ্ট না পায় এ প্রচষ্টো থকেে তনিি অসহায়দরে মাঝে এই শীত বস্ত্র বতিরণ করনে।
শনবিার (২৬ ডসিম্বের) সকাল ৯টায় দারোগাপাড়া নজি বাসভবনরে সামনে প্রায় ৫শতাধকি মানুষরে মাঝে শীতবস্ত্র বতিরণ করনে কাউন্সলির মোহাম্মদ আবুল কাসমে। তনিি বলনে, ‘প্রতি বছর শীত মৌসুমে সমাজরে দরদ্রি মানুষরে মাঝে শীতবস্ত্র বতিরণ কর।ি তারই ধারাবাহকিতায় আজ এই শীতবস্ত্র বতিরণ করা হয়ছে।ে
তনিি আরও বলনে, শীর্তাতদরে শীত বস্ত্র বতিরণ অব্যাহত থাকব।েএলাকার বভিন্নি স্থানে র্পযায়ক্রমে শীতবস্ত্র বতিরণ করা হব।ে এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তর্বিগ সহ অনকেে উপস্থতি ছলিনে।