রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ঈদগাও সাংবাদিক মিছবাহ বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:২২ অপরাহ্ণ

জিয়াউল হক জিয়া,চট্টগ্রামগ্রাম ব্যুরো প্রধান:

কক্সবাজার সদর ঈদগাহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা প্রতিনিধি মিছবাহ উদ্দিনের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করার প্রতিবাদে ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর বেলা সাড়ে চারটার দিকে ঈদগাঁও বাজার শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে নিউজ করতে হয়। তার সূত্র ধরে যদি কোন অপরাধী কর্তৃক সাংবাদিককে মিথ্যে মামলায় জড়ানো হয় তা খুবই দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি খেয়াল রাখা উচিত। গত কয়েকমাস আগে কমিউনিটি পুলিশিং থেকে বহিস্কৃত নেতা মাবুর বিরুদ্ধে অপহরণ নাটক করে দুইলাখ বিশ হাজার টাকা আত্মসাৎ করার ঘটনা নিউজ করার কারণে পরিকল্পিত ভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে সাংবাদিক মিছবাহ উদ্দিনকে।

সরেজমিন সাংবাদিকরা তদন্ত করেও মাবুর অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এ মামলা থেকে সাংবাদিক মিছবাহ উদ্দিনকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জোর দাবি জানান বক্তারা। এতে উপস্থিত ছিলেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক আজাদী, দৈনিক ইনানী ও বাংলাদেশ বেতার প্রতিনিধি মো. রেজাউল করিম, দৈনিক সৈকত প্রতিনিধি মিজানুর রহমান আজাদ, দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার সহ-সম্পাদক নুরুল আমিন হেলালী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা শাখার সভাপতি দৈনিক সমুদ্রকন্ঠ ও খবরপত্র প্রতিনিধি শেফাইল উদ্দিন, দৈনিক হিমছড়ি প্রতিনিধি এইচ এন আলম, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি শফিউল আলম আজাদ, দৈনিক রুপসীগ্রাম প্রতিনিধি ও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম ছরওয়ার শিফা, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জি কক্স টিভির সম্পাদক ওসমান গণি ইলিশ, দৈনিক গণসংযোগ প্রতিনিধি কাউছার উদ্দিন শরিফ, দৈনিক আপনকন্ঠ প্রতিনিধি সায়মন সরওয়ার কায়েম, দৈনিক আলোকিত প্রতিনিধি গিয়াস উদ্দিন দৈনিক মেহেদী প্রতিনিধি আমির হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা মোঃ শাহজাহান, নবনির্বাচিত হকার সমিতির সভাপতি মহিউদ্দিন মাহি হকার মো ওসমান, আজাউর রহমানসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর