শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

ই-পেপার

যুবতীর ঘর থেকে গভীর রাতে বিবাহিত পুরুষ আটক ৫০ হাজার টাকায় মুক্তি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:১৭ অপরাহ্ণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:-

ময়মনসিংহের নান্দাইলে গতরাত ১২ টায় যুবতীর ঘর থেকে এক বিবাহিত পুরুষকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামারগাওঁ গ্রামে। আটক ব্যাক্তি বিপ্লব মিয়া (৩০) একই উপজেলার তারের ঘাট বাজার সংলগ্ন কিসমত রসুলপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে।এক সন্তানের জনক বিপ্লবের স্ত্রী আবারও সন্তান সম্ভাবা। স্থানীয়রা জানান, এই তরুণী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে মোবাইল ফোনে বিপ্লবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে।

বিপ্লব প্রায়শই এই বাড়িতে আসা যাওয়া করে। গতকাল ২৪ ডিসেম্বর এই তরুণীর মা বাড়িতে না থাকার সুবাদে,রাত এগারোটার দিকে ঘরে ঢুকে বিপ্লব।বিষয়টি টের পেয়ে রাত বারোটার দিকে ওই তরুণীর ঘরে বিপ্লবকে আটক করে এলাকাবাসী। পাশের রুমেই ঘুমাচ্ছিলো ওই তরুণীর বাবা, মানুষের হাঁকডাক শুনে ঘুম উঠে ঘটনা দেখে হতবিহ্বল হয়ে পড়েন তিনি। সারারাত বিষয়টি নিয়ে তোলপাড় চলে, স্থানীয় ইউ পি সদস্য হারুন অর রশিদের নেতৃত্বে দিনব্যাপী চলে সালিশ দরবার, অবশেষে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে অভিভাবকের কাছে তোলে দেওয়া হয় আটক বিপ্লব কে।

এবিষয়ে, ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, জন্মনিবন্ধনে মেয়ের বয়স ষোল হওয়ায় বিয়ের ব্যবস্থা করা সম্ভব হয়নি।মেয়ে পক্ষ খুবই গরিব তাই এলাকাবাসী মিলে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে অভিযুক্তকে অবিভাবকের কাছে তোলে দেওয়া দিয়েছে । যেহেতু রাতের ঘটনা ধর্ষণের বিষয়টি বলা সম্ভব নয়। এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান আকন্দ জানান, আমাকে এবিষয়ে কেউ অবহিত করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর