মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি পুনরায় নির্বাচিত হলে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগীতায় উল্লাপাড়া পৌর শহরকে ক্লিন, গ্রীন সিটি হিসেবে গড়ে তুলবেন।
তিনি একটি নান্দনিক পৌর শহর গড়ে তোলার অঙ্গিকার জানিয়ে নৌকা মার্কা প্রতিকে ভোট চেয়েছেন। আওয়ামী লীগ প্রার্থীর পৌর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বেলা সাড়ে এগারোটায় স্থানীয় ফুড পার্ক কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন হয়।
এতে পৌর মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম উল্লাপাড়া পৌরসভা এলাকার উন্নয়নের আগামী পরিকল্পনার সব তুলে ধরেন। তিনি আধুনিক যোগাযোগ, সুপেয় পানির ব্যবস্থা এবং চাদাবাজ ও মাদক মুক্ত শহর গড়ে তুলবেন বলে জানান। আরো বক্তব্য রাখেন পৌর নির্বাচন পরিচালনা কমিটি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, যুগ্ন আহবায়ক মাহবুব সরোয়ার বকুল, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।