সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২০, ৫:৫১ অপরাহ্ণ

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় পুর্ব শত্রতার জের ধরে পুকুরে গ্যাস ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করে ২৫ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। রবিার দিবাগত রাত ৯টায় (ঈদের আগের রাতে) উপজেলার ডাহিয়া গ্রামের বাজার দিঘী নামে পুকুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরির্দশন করে গ্যাসের নমুনা পেয়েছেন বলে জানান তদন্ত কারী কর্মকর্তা এস আই এই রুহুল আমিন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডাহিয়া বাজার দিঘী নামে ৭ একর ৫১ শতাংশ পরিমানের সরকারী পুকুরটি সাব লিজ নিয়ে বিয়াশ গ্রামের আব্দুল মজিদ নামের এক মাছ চাষী মাছ চাষ করে আসছিলেন। ঈদের আগের দিন রাতে ওই পুকুরে দায়িত্বে থাকা ম্যানেজার আবু ইউসুফ ঈদ উপলক্ষে বাড়িতে যান। এই সুযোগে কে বা কাহারা রাতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে।

পরে মাছ চাষী আব্দুল মজিদের চাষ করা পুকুরের মাছ ভেসে উঠে। এসময় পুকুরের মালিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাছ চাষী আব্দুল মজিদ বলেন,পুর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষ আমার পুকুরে বিষ দিয়ে আমার এই সর্বনাশ করেছে। আমার মোট খরচের পরিমান ৩০ লাখ টাকার উপরে। যে পরিমান মাছ মরে ভেসে উঠেছে তাতে ২ লাখ টাকার মাছ পাওয়াই কঠিন হবে। আমি আমার ক্ষতিপুরন সহ অপরাধীদের শাস্তি দাবি করছি। এস আই রুহুল আমিন বলেন,খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি।

পুকরে গ্যাস ট্যাবলেট দেওয়ার নমুনা পাওয়া গেছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী বলেন,পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা আইন পরিপন্থী ও অমানবিক কাজ। অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর