রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

উপশহরে বাসায় চুরির সময় হাতেনাতে চোর আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ১০:৩৫ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি:
সিলেটের শাহজালাল উপশহরে দিনেদুপুরে একটি বাসায় চুরি’র সময় এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত চোরের নাম সাঈদ আহমদ (১৯)। তার বাসা দাসপাড়া। তার বাড়ী মৌলভীবাজার সদরের বিল্লুরী গ্রামে।
শাহজালাল উপশহরের বি ব্লক এর ১৪ নং রোডের ২৯নং বাসার চতুর্থ তলার ভাড়াটিয়ার অনুপস্থিতে তালা ভেঙ্গে ফ্লাটে ঢুকে পড়ে চোর চক্র। তখন বাসার মালিকের সন্দেহ হলে যুবলীগ নেতা জাহির আহমেদ ও আশেপাশের ফ্লাটের লোকজনকে সঙ্গে নিয়ে চতুর্থ গিয়ে এক চোরকে হাতেনাতে পাকড়াও করলেও অপর চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপর কাউন্সির অফিসের পিএস জয়নাল আবেদিন শাহপরান থানায় ফোন দিয়ে বিষয়টি থানাকে অবহিত করেন। খবর পেয়ে শাহপরান থানার সহকারী ইনচার্জ এস আই সোহেল রানা ঘটনাস্থলে এসে পৌছলে জনতা আটককৃত চোরকে পুলিশে হস্তান্তর করেন।
ফ্লাটের ভাড়াটিয়া হেলাল উদ্দিন বলেন, তিনি চোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ মোজাম্মেল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত সাঈদ এর সাথে আরো একজন ছিল। সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তার নাম জুনের আহমদ (২১) বলে জানা গেছে। আমরা তাকে শীগ্রই আটক করবো।
শাহপরান থানার এসআই সোহেল রানা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো এবং এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবো।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর