শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিতে সন্ত্রাসী তান্ডব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ১০:৩১ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় এক নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিতে সন্ত্রাসী তান্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে। নারীর উপর হামলায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাহাদুপুর বাজারে গিয়ে জানা গেছে, ৫বছর পূর্বে হরবিলাস মজুমদারের কাছ থেকে রাস্তার পাশের পজিশন হিসেবে সোয়া ২লাখ টাকায় দোকান ঘর ক্রয় করেন স্থানীয় অমিও রতন ভক্ত। সরকারী জায়গার কারনে তিনি পজিশনের ডিসিআর কাটেন নিজ নামে। অমিও রতন ও তার স্ত্রী নিপা ভক্ত ওই দোকানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলো।

সম্প্রতি ওই দোকানের মালিকানা দাবী করেন একই গ্রামের বিনোদ হালদারের ছেলে বিমল হালদার। জায়গার বিরোধ নিয়ে অমিও’র দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিচারাধীন মামলার মধ্যে রবিবার সন্ধ্যায় বিমল হালদারের অনুগত স্থানীয় ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা ৯টি মোটরসাইকেল যোগে এসে ওই দোকানে আকস্মিক হামলা চালিয়ে দুই সন্তারে জননী নিপা ভক্তর শ্লীলতাহানী করে। এসময় দোকান দখল নিতে দোকানের মালামাল লুট করে তাকে মারধর করে দোকান থেকে বাহিরে মোটরসাইকেলের উপর আছড়ে ফেলে সন্ত্রাসীরা ওই দোকানে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতংক ও ক্ষোভ দেখা দিয়েছে। আহত নিপাকে রবিবার রাতেই স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।সন্ত্রাসীদের দেয়া দোকানের তালা সোমবার সকালে ভেঙ্গে পুণরায় নিজের দোকানে উঠেছেন নিপা।

এ ব্যাপারে অভিযুক্ত বিমল হালদার বিরোধীয় সম্পত্তি তার পৈত্রিক দাবি করে বলেন, দোকানের দখল নিতে রবিবার বরিশাল থেকে তার দুই আত্মীয়স্বজন ও স্থানীয়রা নিপাকে দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা মারার সত্যতা স্বীকার করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই জসীম উদ্দিন জানান, বিষয়টি থানা অফিসার ইন চার্জকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থ নারীকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তিনি অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর