মো: দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
“আমরা আমাদের পাশের শীতার্ত মানুষের শীত নিবারণে সাধ্যমতো পাশে থাকি” এই-শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
রোববার (২০ ডিসেম্বর) বিকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ৬’শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
এসময় শীতবস্ত্র পেয়ে অত্যন্ত খুশী হয়েছেন শীতার্ত মানুষ গুলো।জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, হতদরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসান শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
CBALO/আপন ইসলাম