আমি ভালোবাসি কথাটি
বলেও বোঝাতে পারিনি
মনের গহীনে জায়গা কিনতে চেয়েও
কিনতে পারি নি!
আমি কাটার মালায় অনেক
ক্ষত বিক্ষত হয়েছি,
শুকনো মরুর নিরাশ বালুতে
জলের সন্ধান করেছি!
কোনো অধিকার নেই ভালোবাসার
হেয়ালির বিষয় বস্তু হয়েছি,
উপহাসের বিলাস সামগ্রি তো
কখনো হৃদয়কে ছুতে পারি নি।
তবে! কোনো একদিন বলেছিলে
তোমার সাথে কথা বলতে ভালোই লাগে,
ভুলিনি! তোমার আঘাত লাগায়
নিজেরই ব্যাকুল হয়ে যাওয়া।
প্রতিটা মুহূর্তে যেনো আমার
তোমার দিকেই তাকিয়ে থাকা,
নিজে পানি না খেয়ে
তোমার জন্য পানি রাখা।
রোদের সময় নিজেই
তোমার ছাতা হয়ে দাড়িয়েছি,
তোমার চলে যাওয়ার কথা শুনে
নিরালায় একা বসে কেদেছি।
সবি করেছি মনের ভাষা বুঝেও
না বোঝার অভিনয় করেছো শুধু তুমি,
জানি! তুমি কখনো আমার অভাবে কাদোনি,
কখনো আমায় একান্তে ডাকোনি
তাই তো কখনো তোমার ভাবনায় আসি নি।
(এক অজানা পৃথিবীর এই অজানা মানুষটি ঋত্তিকা।)
**************************************
মোছাঃঃ ঋত্তিকা, পাবনা, সিরাজগঞ্জ।
CBALO/আপন ইসলাম
অনেক সুন্দর হয়েছে