শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

এসকেটেকে হাল্ট প্রাইজ-২০২০-২১ অন ক্যাম্পাস ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ৪:২১ অপরাহ্ণ

শাহিনুর ইসলাম রাজশাহী প্রতিনিধি:

হাল্ট প্রাইজ’ এমন একটি ‘আইডিয়া কম্পিটিশন’ যেখানে মূলত তরুণেরা তাদের মেধা-মনন ব্যবহার করে একটি অদ্বিতীয় ব্যবসায়িক পরিকল্পনা প্রদানের মাধ্যমে বর্তমান বিশ্বের যে কোন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত অন্তরায় থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে থাকে। প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ১০০০ এর বেশি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে তারপর আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১০ লক্ষ মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে উপহার দেওয়া হয়৷ হাল্ট প্রাইজ এসকেটেক এর ক্যাম্পাস ডিরেক্টর মোঃ মোক্তার হোসেন হাত ধরে হাল্ট প্রাইজ এসকেটেক অন ক্যাম্পাস প্রোগ্রামের সূচনা ঘটে!তারপর ধাপে ধাপে শুরু হয় হাল্ট প্রাইজ অন এসকেটেক অগ্রযাত্রা! গঠিত হয় অর্গানাইজিং টিম। সেখান থেকে বিস্তার লাভ করে হাল্ট এনভয় টিম! প্রোমোশন ও বিভিন্ন লাইভ সেশন এর মাধ্যমে হাল্ট প্রাইজ নিয়ে সকলের আগ্রহ টা বেড়ে গেল।

 

করোনা পরিস্থিতি ঘিরে ধরেনি হাল্ট প্রাইজ চ্যালেঞ্জ ধারাবাহিকতাকে, প্রতি বছরের মত সকল ক্যাম্পাসে ” হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস” এর স্বস্তস্ফুর্ত অংশগ্রহণ বরাবরের মতই জনপ্রিয়তা পেয়েছে। তবে এই গ্লোবাল প্রোগ্রামে প্রথমবারের মত এসকেটেক এর অংশগ্রহণ টা ছিল সত্যিই অভাবনীয়! হাল্ট প্রাইজ অন এসকেটেক ক্যাম্পাস রাউন্ডের টিম মেম্বারদের জন্য ছিল বিভিন্ন ট্রেইনিং, ওয়ার্কশপ ও গাইডলাইন, যা শুধুমাত্র চ্যালেন্জকে ঘিরে নয়, ছিল ভবিষ্যতের জন্য অমূল্য পুঁজি! ওয়ার্কশপগুলোতে গাইডলাইন দেয়ার জন্য ছিল হাল্ট প্রাইজে জড়িত বাংলাদেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ স্বনামধন্য সফল ব্যবসায়ী! এসকেটেক এ ১৮ ডিসেম্বর সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হয়েছে অন ক্যাম্পাস ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ মোঃ ফিরোজ খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক (প্রযুক্তিগত) ইয়াসমিন নাহার শীলা।

 

বিচারক প্যানেল হিসেবে ছিলেন ব্যবসায় উন্নয়ন এর সিনিয়র এক্সিকিউটিভ ফারহিন ইসলাম ডাব্লুএসডিএ নিউজিল্যান্ড এছাড়াও উপস্থিত ছিলেন আসিফ হোসেন সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান কৌশল কর্মকর্তা, তেত্রা এবং আলিশা জান্নাতুল তাজরীন ম্যানলিনা আঞ্চলিক ফাইনালস্ট, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন ক্যাম্পাসের পরিচালক, এনএসইউ প্রাক্তন কর্মী, ব্র্যাক। অন-ক্যাম্পাস রাউন্ডে চ্যাম্পিয়ন হয় টিম স্পার্ক-টেক্স, প্রথম রানার্সআপ হয় টিম স্ট্রাক এবং ২য় রানার্সআপ হয় টিম ফ্লেভার ফেস্ট। এ বিষয়ে ক্যাম্পাস ডিরেক্টর মোঃ মোক্তার হোসেন বলেন- প্রথমবারের মত হাল্ট প্রাইজ এসকেটেকে অনুষ্ঠিত হলেও পুরাটা সময় ছিল জাঁকজমকপূর্ণ।

 

সকল অরগানাইজিং টিম মেম্বার এবং সকল ডিপার্টমেন্ট থেকে পার্টিসিপ্যান্ট ছিল অনেক ভাল। এই আয়োজনটি সম্পন্ন করতে যারা সার্বিকভাবে আমাকে সাহায্য করেছে এবং আমাদের অভিভাবক পাশে থেকে উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা।আসলে সকল টিমের আইডিয়া গুলো অসাধারণ ছিল। আশা করি চ্যাম্পিয়ন টিম রেজিওনাল পর্যায়ে গিয়ে আমাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করবে। সর্বপরি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সবসময় পাশে থেকে এই এত বড় আয়োজন সম্পন্ন করতে সাহায্য করেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর