মো. স্বপন হোসেন, জেলা প্রতিনিধি:
পাকুন্দিয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক/ সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর, ২০২০ইং) বিকেলে পাকুন্দিয়া বাজার পাট মহলে বণিক সমিতির সভাপতি অমর ফারুক মজলিশের সভাপতিত্বে ও প্রভাষক তরিকুল হাসান এবং তাজুল ইসলাম সাগরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সাংসদ নূর মোহাম্মদ (এম.পি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণলয়ের সিনিয়র সহকারী সচিব ও র্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, বীর মুক্তিযোদ্ধা মো. মেসবাহ উদ্দিন, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, সাবেক পৌর মেয়র অ্যাড. মো. জালাল উদ্দিন, কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল, সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ লোহানী ডাবলু প্রমুখ। এসময় পাকুন্দিয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক/ সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয় ।
কিশোরগঞ্জ -২ আসনের সাংসদ নূর মোহাম্মদ (এম.পি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণলয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারোয়ার আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. লুৎফর রহমান ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহানকে ক্রেস প্রদান করেন৷
CBALO/আপন ইসলাম