লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় কর্মরত তরুণ,কর্মঠ,উচ্চ শিক্ষিত ও সুনামধন্য সাংবাদিকদের অন্যতম ঠিকানা “লামা সাংবাদিক ইউনিটি”এর মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির নির্দেশনায় করোনাকালীন ব্যক্তিগত সহায়তা প্রদান করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। বৃহস্পতিবার (১৭ডিসেম্বর’২০ইং) সন্ধ্যায় লামার অভিজাত হোটেল কুটুমবাড়ি রেস্তুরেন্ট (২য় তলায়) এ লামা পৌরসভার মেয়র কর্তৃক আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে অন্যান্য সংগঠনের মত এ ইউনিটিকে আর্থিক প্রণোদনা প্রদান করেন তিনি।
এ সময় বিতরণকালে উপস্থিত ছিলেন লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য বীর মুক্তিযুদ্ধো শেখ মাহবুবুর রহমান,উপজেলা আ,লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,সাবেক সাধারন সম্পাদক মনজুরুল কাদের,ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রতীপ কান্তি দাশ,প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া,সম্পাদক কামরুজ্জান,প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ কামালুদ্দীন,মোঃ রফিকুল ইসলাম,উজ্জ্বল বড়ুয়া,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,সহ-সভাপতি মোঃ মনছুর আলী,সাধারন সম্পাদক আশহাদ কিবরিয়া চৌধুরী সুমন,যুগ্ন সম্পাদক সাদ্দাম হোছাইন রাকিব,সাংগঠনিক সম্পাদক মাওঃ মোহাম্মদ শামসুদ্দোহা, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিক উদ্দীন লিটন,কার্য নির্বাহী সদস্য মেহেদী হাসান রনি,মোঃ ইলিয়াজ পারভেজসহ ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এই সময় লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, বলেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালনে সহায়ক হিসেবে গণমাধ্যমকর্মীরা অনেক বেশি ভূমিকা পালন করেন। দুর্যোগকালে যার যার মত সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও সাংবাদিকরা জীবনবাজি রেখে দেশ ও জাতির কল্যাণে সার্বক্ষণিক পেশাগত দায়িত্ব পালন করেন। তাই এই সংকটকালে জনপ্রতিনিধি হিসেবে সাংবাদিকদের জন্য নিজের সামর্থ অনুযায়ী কিছু করা আমাদের দায়িত্বে পড়ে। পাশাপাশি আগামীতেও এ ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
CBALO/আপন ইসলাম