হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
ভয়াবহ এই করোনা মৌসুমে যখন কোন জনপ্রতিনিধি চাল চুরির দায়ে বিতর্কিত হচ্ছেন, কেউবা হাত গুটিয়ে বসে আছেন; ঠিক তখনই ব্যক্তিগত দায়বদ্ধতা ও মানবিকতা দিক থেকে কেউ কেউ অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তেমনই একজন নীলফামারী-১ নং আসনের ডোমার পৌরসভার মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান আসাদুজ্জামান চয়ন।
এই করোনা পরিস্থিতিতে নিজ এলাকায় ২ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন গত ২৮ মার্চ করোনা সচেতনতার লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করলেও ডাক্তার থেকে শুরু করে সব শ্রেণি ও পেশার অসহায় মানুষকে তিনি তাঁর সেবার আওতায় এনেছেন। একদিকে যেমন ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষায় দিয়েছেন পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, অপরদিকে অসহায়দের জন্য দিয়েছেন খাদ্য সহায়তা।
তিনি তার নির্বাচনী এলাকা ১ টি পৌরসভা সহ সকল ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডের লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। খাদ্য সহায়তার মধ্যে চাল, ডাল, তেল, আলু, আটা, লবন, সব্জি,শাড়ি, লুঙ্গি সহ বিভিন্ন ধরণের নিত্যপ্রয়োজনীয় উপাদান ছিল।
সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি একই সাথে তিনি মসজিদের ঈমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, খ্রিষ্টান ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীসহ ৪০ টি অসহায় মুক্তিযোদ্ধার সন্তাদের পরিবারের সকল প্রকার সহায়তা করেন। এছাড়াও করোনাকালীন সময়ে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও পৌঁছে দিয়েছেন বিভিন্ন সহায়তা।
ডোমারের বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতায় সম্পর্কে জানতে চাইলে আসাদ্দুজ্জামান চয়ন বলেন,জাতীয় পার্টির প্রাণ প্রিয় চেয়ারম্যান জিএম কাদের স্যার ও (ডোমার- ডিমলার) প্রাণ প্রিয় নেতা সাবেক সাংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী ভাইয়ের অনুপ্রেরণায় গত ২৭ মার্চ থেকে ২২মে পর্যন্ত ডোমারে প্রায় দুই হাজার দুঃস্থ পরিবারকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করি। প্রিয় নেতারা আগামীতেও যে নির্দেশনা দিবে তারজন্যেও ডোমার উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠণ সমূহ সদা প্রস্তুত।
এছাড়াও বলেন,ভয়াল এই মহামারী করোনাতে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে ডোমারের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। তবুও সকল মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সমাজের সামর্থ্যবান ও বিত্তবান শ্রেণিকে দলমত নির্বিশেষে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান করছি। এরপরেও যদি কোন ব্যক্তি অভুক্ত থাকেন, অসহায় অবস্থায় থাকেন তবে সে দায়িত্ব আমার। করোনা যতদিন আছে ততদিন আমার ব্যক্তিগত সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন মুক্তিযোদ্ধার সন্তান জাতীয় পার্টির ডোমার উপজেলার আহবায়ক ও ডোমার প্রেস্ ক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়ন।