জগৎ জুড়ে চলছে একি মানুষ মারার খেলা
চারিদিকে লাশ ছড়ানো সকাল সন্ধ্যা বেলা
বিবেক সকল নিরাপদে পাশ কাটিয়ে এ কি
মানুষ তো সব প্রাণের দায়ে পালিয়ে যাচ্ছে দেখি
ছেলের লাশে মায়ের স্নেহ ভাসছে চোখের জলে
সোনার দেশের সম্ভাবনা যাচ্ছে রসাতলে
তৈরি হচ্ছে আঠালো রক্তে লাল রঙ্গের ঝিল
আবেগ চূর্ণ বিষাদে পূর্ণ নিস্তব্ধ মিছিল
শোনা হবে না মায়ের মুখের ঘুম পাড়ানি গান
বাতাস ভারি শোকে কাতর সোনামণির প্রাণ
টলছে সমাজ দাড়িপাল্লায় ন্যায়ের করুণ হাল
গণতন্ত্রের দেশে মানুষ ভয়ে বেসামাল
মানবতা অন্ধ হলো ন্যায়বিচারের কাঠগরায়
কবে হবে পথটা সুগম স্বাধীনতার এই জেরায়
হাতগুলো সব ভাঙতে হবে বিপ্লবেরই এই ভোরে
প্রশাসনকে চাইছে যারা নিজের মুঠোয় হাত করে
নিপিড়ীত মানুষগুলোর দীর্ঘস্বাসের সময় শেষ
প্রিয়জনের রক্তে রাঙ্গা আর হবেনা আমার দেশ
মনুষত্য দগ্ধ করুক অভিশাপের সব খেলা
মানবতার জয়কারে ভালবাসার হোক মেলা।।
CBALO/আপন ইসলাম