প্রিয় তমা,
আজ তোমার কথা খুব মনে পরছে
মনে পরছে তোমার সেই প্রথম শব্দটি বারবার…
মনে পরছে তোমার দেওয়া আমার জন্য শ্রেষ্ঠ উপহারটির কথা।
মনে পরছে তোমার অগোচরে লুকিয়ে থাকা না বলা কথা
আজ মনে পরছে কেনো জানি একটু বেশি…..
তোমার ফেলে আসা স্মৃতি কেনো জানি
বারবার আমায় আনমনা করে দিচ্ছে আজ..
আজ তোমায় সত্যি অনেক অনুভব করছি আমার দেহ-মন-অন্তরে…!!
প্রিয় তমা,
আজ অনেক দিন হলো তোমার দেখা নেই
নিজেকে আর বুঝিয়ে রাখতে পারছি না
গ্যালারির সহস্র ছবি গুলো কেমন জানি হয়ে গেছে
এখন তোমায় নতুন করে দেখার অ্যাকুলতায়
আমার দেহ-মন-অন্তর বিভোর হয়ে আছে।
তোমায় একটু পলক দেখব আবার একটু নতুন রুপে প্রিয় তমা..!
প্রিয় তমা,
হাজারো কাজের ব্যস্ততায় আজ তোমার হাতের ছোঁয়া অনুভব করি
আমার হাতটি শক্ত করে জড়িয়ে ধরার মুহুর্তটি বারবার অনুভব করি..!!!
প্রিয় তমা,
আজ তুমি অনেক বদলে গেছো
তোমাকে আর আগের তোমায় খুঁজে পায় না আমি..
পায় না আর তোমার চঞ্চলতার সেই স্বস্তঃস্ফূর্ত হাসি ভরা মুখে..
তোমার কথায় আর ভালোবাসা খুঁজে পায় না..
কেনো জানি মাঝে মধ্যে মনে হয় তুমি অন্য কারো হয়ে গেছো…!!
প্রিয় তমা,
আজ তোমার কথা মনে পরলেই অশ্রু গড়িয়ে পড়ে
মায়াবি ঐ মুখ খানি ভেসে আসে বারবার।
তোমার সেই ছোঁয়া আজও ভুলতে পারি না
আজও তোমার কন্ঠ স্বর শোনার জন্য অপেক্ষায় থাকি ঘন্টার পর ঘন্টা!
তোমায় একটু পলক দেখব বলে ছুটে যায় মাইলের পর মাইল….
তবুও যদি দেখা পায় একটি বার…!!
প্রিয় তমা,
নিজের প্রতিটি শব্দ আজ কেনো জানি মুছে যাচ্ছে
নিঃশ্বেস হয়ে যাচ্ছে যেনো দিনের প্রতিটি মুহূর্ত মিনিট ঘন্টা….!!!
আজ অনেকে পাগল বলে আমায়!
কিন্তু প্রিয় তমা তুমি তো জানো পাগল কেন আজ আমি?
তোমায় ভালোবেসে মনের ফুর্তি চরম পর্যায়ে..
আমি যে ভুলতে পারি না এই তোমায়!!
CBALO/আপন ইসলাম