কখনও আমি শূন্য
কখনও আমি ভরাট,
কখনও আমি দোলাচলে দোদুল্যমান
কখনও পাথরের মত স্থবির।
কখনও আমি সবুজ
কখনও ঝরা পাতার মত হলদে,
কখনও আমি ধর্মভীরু
কখনও স্বেচ্ছাচারী।
কখনও আমি সবার
কখনও একেবারে আমি আমার।
কখনও আমি সাহসী
কখনও অসহায়,
কখনও আমি অগ্নিসম
কখনও শীতল বরফসম।
কখনও আমি অন্ধকার
কখনও আলোর ঝলকানি,
কখনও আমি বস্ত্রাবৃত
কখনও নগ্নদেহী।
কখনও আমি ভালবাসার পূজারী
কখনও ঘৃণার রাজ্যের রাজকুমারী,
কখনও আমি রসিকতায় মত্ত
কখনও বাঘিনীর মত রাগান্বিত।
কখনও আমি দ্বিধান্বিত
কখনও দৃঢ় সংকল্প,
কখনও আমি আবেগী
কখনও অনুভূতিহীন।
আমার ভেতর চলে কত দ্বন্দ্ব -সীমাহীন
আমার আমি তাই আজও অন্ধ -অন্তহীন।
আমাকে তো আমি আজও বুঝি নি
তোমার কি সাধ্য যে বুঝে গেছো?
আমি তো এখনও বিধাতার সৃষ্ট রহস্য
তুমি কেমনে বুঝবে মোর চোখের হাস্য।
তবুও বলে রাখি এক সত্য
আমি যে আয়না সমতুল্য,
যেমনি দেখাবে তোমার রূপ
তেমনি দেখিবে গো আমার স্বরূপ।
CBALO/আপন ইসলাম