শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত ও সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজাদপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা কমান্ডের আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । উপজেলা চত্ত¡র থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে মনিরামপুর বাজারে মন্দিরের সামনে এসে মানববন্ধন অনুষ্টিত হয় । এসময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় পাল, সাবেক সহকারি ডেপুটি কমান্ডার আব্দুল মতিন,শাহজাদপুর উপজেলা সন্তান কমান্ডের আহ্বায়ক তাসিন হোসেন, যুগ্ন-আহ্বায়ক মাহবুবুর রহমান মিলন প্রমূখ ।
CBALO/আপন ইসলাম