সাইফুল ইসলাম:
বর্তমানে করোনাভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহ পরিস্থিতিতে শিশু ও কিশোরদের শারীরিক, মানসিক বিকাশে করোনার মারাত্নক প্রভাব বিরাজ করছে। কোভিড-১৯ এর দুঃসময়ে শিশুরা আবদ্ধ জীবনযাপন করছে।
শিশুদের সুন্দর ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন আদর, ভালোবাসা, খেলার সাথী, নির্মল পরিবেশ, খেলার মাঠ প্রভৃতি। কিন্তু বর্তমানে করোনাভাইরাস চলাকালীন সময়ে এগুলো মারাত্নকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
করোনার কারণে শিশুরা গৃহবন্দী জীবনধারণ করলেও তাদের মেজাজ খুবই চড়া, খিটখিটে হয়ে যাচ্ছে। যার ফলে পরিবারের মধ্যেই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। অনেক শিশুরা বিভিন্ন ধরনের ভার্চুয়াল গেইমেও আসক্ত হয়ে যাচ্ছে। যার ফলে তাদের স্বাভাবিক সামাজিকীকরণ, জীবনের ছন্দময় স্পন্দন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিশু ও কিশোররা সবসময় শারীরিক, মানসিক, পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ থাকে। বহুদিন যাবৎ আবদ্ধ জীবনযাপন, সংক্রমণের আশঙ্কা, একঘেয়েমি, হতাশা প্রভৃতি শিশু ও কিশোরদের বিকাশে অনেক প্রভাব ফেলেছে। এছাড়াও দীর্ঘদিনের বন্ধুবান্ধব ও শিক্ষকদের সাথে যোগাযোগের অভাব, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য, পরিবারের মধ্যে আর্থিক-অনটনও শিশু ও কিশোরদের মানসিক বিকাশে প্রভাব ফেলেছে।
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। বর্তমানে কোভিড-১৯ এর দুঃসময়ে শিশু ও কিশোরদের শারীরিক, মানসিক বিকাশ যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা অতিব জরুরি।
CBALO/আপন ইসলাম