চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
চাটমোহর উপজেলা আইন শৃংখলা এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির ডিসেম্বর-২০২০ মাসের যৌথ সভা আজ ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম। সভায় বক্তব্য দেন- নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম, চাটমোহর সরকারি কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল মজিদ, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, বিলচলন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে. এম. জাকির হোসেন, ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো: হানিফ উদ্দিন, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক মো: হেলালুর রহমান জুয়েল, চাটমোহর রিপোর্টার্স ইউনিটি ও চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, প্রভাষক নুর মোহাম্মদ বেনজির প্রমূখ।
বক্তাগণ, আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টীয় সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন এবং আগামী ২৮ ডিসেম্বর চাটমোহর পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি রক্ষার প্রতি গুরুত্বারোপ করা হয়। এছাড়াও পৌর সদর, হান্ডিয়াল স্কুল মোড়, অমৃতকুন্ডা হাটের যানজট নিরসন, ভাদড়া বাইপাশে অবস্থিত অপ্রতিরোধ্য চাটমোহর ভাস্কর্যের প্রতি পুলিশ প্রশাসনের নজরদারি বৃদ্ধি, বাল্য বিয়ে ও জুয়া প্রতিরোধ, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মসজিদ, বাজার সহ সর্বস্তরে মাস্ক ব্যবহার জোরদারে জন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা, ইসলামি জালসা বন্ধ রাখা এবং আসন্ন বিজয় দিবস সংক্ষিপ্ত পরিসরে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনায় চাটমোহরের চলমান আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে বক্তাগণ সন্তোষ প্রকাশ করেন। সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, চাটমোহর উপজেলা পরিষদের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম