শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ ভাস্কর্য ভাংচুরকারী রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার ও বিচারের দাবীতে শাহজাদপুরে জাতীয় যুব জোটের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জাতীয় যুব জোট শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে টাউন ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান শফি, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যুবনেতা হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর উপজেলা যুব জোটের সভাপতি সায়মুল ইসলাম শোভন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আদিত্য জামান, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান প্রমূখ।
CBALO/আপন ইসলাম