বেলাল হোসাইন,খাগড়াছড়ি :
চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা সাবজোন কর্তৃক রামগড় উপজেলার বিভিন্ন স্থানে গরীব ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চলমান করোনা পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউনের কারণে গুইমারা সাবজোনের আওতাধীন রামগড় উপজেলার শ্রমজীবি, গরীব ও দুঃস্থ জনসাধারণ অত্যান্ত দুর্বিষহ জীবন যাপন করছে।
এর পরিপ্রেক্ষিতে গুইমারা সাবজোন কর্তৃক শনিবার রামগড় উপজেলার বিভিন্ন স্থানে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
প্রতিটি পরিবারের মাঝে চাল,ডাল,তৈল,লবন,চিনি,আলু এবং পেঁয়াজ বিতরন করেন।ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি
ত্রাণ বিতরণ কার্যত্রুমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সচেতনতামূলক কার্যত্রুম অব্যাহত রেখেছে।এসময় রামগড় উপজেলা প্রশাসন ও থানার সমন্বয়ে মেজর জুনায়েদ বিন কবির জি এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্দিষ্ট সময়ের বাইরে দোকান-পাট যেন খোলা না থাকে সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেন।
এসময় মেজর জুনায়েদ বিন কবির জি উপস্থিত জনগণকে করোনা প্রতিরোধে মাস্ক পড়ার পাশাপাশি সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রাইয়ান, রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজিব কুমার রুদ্র,এবং রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুজ্জামান।
মেজর জুনায়েদ বিন কবির জি জানান,তাদের এই মানবিক কার্যক্রম এবং সচেতনতা পরবর্তীতে ও অব্যাহত থাকবে।