আমার একটা বোন ছিল
দেখতে অনেক সুন্দর
মাথায় ছিল কালো কালো চুল
দেখতে লাগে বেশ।
বোন ছিল অনেক চালো
মনটা ছিলো ভালো
থাকত সবার সাথে হাসি মুখে
খেলত অনেক আনন্দ মুখে
বোনটা ছিল ঘরের লক্ষী
থাকত রাণীর বেসে
বোনটা থাকত তারার বেসে
দেখতাম সবার শেষে।
বোনটা যখন থাকত ঘরে
ঘরের কোণ থাকত হাসি মুখে
বাড়িতে ছিল বোনটা সবার সেরা
বাবা মা থাকত অনেক আনন্দে।
আমার অনেক স্বপ্ন ছিল
বোনটা হবে সাহিত্য প্রেমি
হঠাৎ করে চলে গেল
ভিন্নরূপে তারার দেশে।
অচেনা এক দেশের বাড়ি
চলে গেল ঘরের লক্ষী
ঘর হয়েছে আঁধার কালো
বোনটা ছিল অনেক ভালো
ভালো থেকো তারার দেশে
আজ দোয়া করি অনেক,
পরকালে থেকো ভালো
বড্ড আপসোস থেকে গেল
স্বপ্নগুলো আজ চোখের জলে ভাসে।
CBALO/আপন ইসলাম