মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন মানবতার ভান্ডার নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্থানীয় অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ মে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে ৩০০টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল, সেমাই,চিনি,মুড়ি,দুধ ও গোসলের সাবান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু,রুহিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার জাহিদ রুমি আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় কিছু মানবতাবাদী যুবক সদর উপজেলার রুহিয়া থানাধীন রুহিয়া রেলগেট এলাকায় অস্থায়ীভাবে রুহিয়ার মানবতার ভান্ডার নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলে। যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন জানান ইতোমধ্যে অনেকে আমাদের কে আর্থিকভাবে সহযোগিতা করেছে।ওই অর্থ দিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছি।
তিনি আরো বলেন,অনেকে লজ্জায় কষ্টের কথা বলতে পারে না।আমরা গোপন ফোনের ভিত্তিতে তাদের বাসায় খাবার পৌছে দিচ্ছি।