চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সিরাজগন্জের চৌহালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়ার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার, সহসভাপতি হাবিবুর রহমান হাবীব, যুগ্নসম্পাদক মোঃ তাজ উদ্দিন আহমেদ,ত্রাণবিষয়ক সম্পাদক কাহহার সিদ্দিকী, যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার প্রমুখ্য। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন৷
বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মানে হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনো বিদ্যমান। স্বাধীনতাবিরোধী চক্রের সকলকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
CBALO/আপন ইসলাম