শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

ঝালকাঠিতে স্বপ্ন পূরণ সমাজ কল্যাণ সংস্থার স্বপ্নদ্রষ্টা রিয়াজ খান অশ্রু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৩ মে, ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

মানবতা,ঐক্য,শিক্ষা এই মূলমন্ত্রে, আলোকিত যুবসমাজ,আলোকিত জাতি স্লোগান নিয়ে ২০১৬ সালে,ঝালকাঠির,কৃষ্ণকাঠিতে প্রতিষ্ঠিত হয় স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা sss. মানবতার সেবায় ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে উক্ত সংগঠন টি প্রতিষ্ঠা করেন এইচ,এম রিয়াজ খান।

প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠন টি মাদক মুক্ত সমাজ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে,পাশাপাশি বিভিন্নভাবে মানবিক সেবা দিয়ে যাচ্ছে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা sss অত্র সংগঠন এর সাধারণ সম্পাদক সুমন সমাদ্দার সহ সকল সদস্যগন বিশেষ করে,নজরুল ইসলাম,জাহাঙ্গীর হোসাইন,জামাল মাঝি,সোহেল রানা,সিরাজুল,নুরুলইসলাম,আল আমিন, জানান যে,আমদের সংগঠন মাদক মুক্ত আলোকিত যুব সমাজ বিনির্মানের লক্ষ্যে ও মানব সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় যার মুলমন্ত্র হচ্ছে মানবতা,ঐক্য,শিক্ষা আলোকিত যুবসমাজ,আলোকিত জাতি এই স্লোগানে আমাদের সভাপতি এইচ এম রিয়াজ খান সংগঠন টি প্রতিষ্ঠিত করেন, সুমন সমাদ্দার বলেন রিয়াজ আমার ছোট ভাই হলেও তার মেধা,দক্ষতা,পরিশ্রম ও তার চিন্তা চেতনাকে আমি সম্মান করি,সাধারণ মানুষের জন্য কিছু করতে পারব এটা বিশ্বাস রিয়াজের মাধ্যেমে,সংগঠন টি প্রতিষ্ঠার পর থেকে ও একাই পরিশ্রম দিয়ে যাচ্ছে আমরা সেরকম সময় দিতে পারি না বলে কোন অনুযোগ নেই,রিয়াজ একজন স্বপ্নদ্রষ্টা, যে আমাদের সকল কে নিয়ে স্বপ্নপূরণের অগ্রসৈনিক,হিসেবে কাজ করে যাচ্ছে।

আমি তার শুভকামনা করছি।অত্র সংগঠন টি করোনার এই ক্রান্তি কালে ২২শে মার্চ থেকে জনসচেতনতা থেকে শুরু করে,মসজিদে মসজিদে সাবান, সহ আজ পর্জন্ত ৪৫০টি পরিবারে “৫টাকার কেনাকাটা ” শিরোনামে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে, মাত্র ৫টাকায় চাল,ডাল,আলু,পিয়াজ,তেল সহ ১৩টি পন্য যোগে ১০-১৫দিনের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে,এই সংগঠন টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর