ডিসেম্বর তুমি এক সাগর রক্তের ইতিহাস
ডিসেম্বর তুমি কোটি জনতার বিজয় উল্লাস
ডিসেম্বর তুমি লাল সবুজের সন্ধি হওয়ার ক্ষণ
ডিসেম্বর তুমি বাঙালির বুকে নব আলোড়ন।
ডিসেম্বর তুমি নতুন প্রভাতের সূর্যে মাখা আলো
ডিসেম্বর তুমি শুকনো পাতার শব্দ অগোছালো
ডিসেম্বর তুমি নতুন জাতির গৌরবময় বিজয়
ডিসেম্বর তুমি বিদ্ধস্ত একাত্তরে দুঃসময়ের ক্ষয়।
ডিসেম্বর তুমি মানচিত্রের নতুন প্রকাশকাল
ডিসেম্বর তুমি বাংলা মায়ের লাল সবুজের শাল
ডিসেম্বর তুমি প্রতিটি ভোরের স্নিগ্ধ সুবাতাস
ডিসেম্বর তুমি অসীম নীলিমায় মুক্ত এক আকাশ।
ডিসেম্বর তুমি কোটি প্রাণের মুক্তি পাওয়ার দিন
ডিসেম্বর তুমি জনাতার বুকে খুশি সীমাহিন
ডিসেম্বর তুমি শত জননীর অপেক্ষার অবসান
ডিসেম্বর তুমি বাংলার নামে নব অধিষ্ঠান।
ডিসেম্বর তুমি শাপলা ফুলে কিশোরির হাসিমুখ
ডিসেম্বর তুমি মুক্তিকামির ছিনিয়ে আনা সুখ
ডিসেম্বর তুমি আমার মায়ের মুক্তির সেই ক্ষণ
যার তরে আজ সারা বাংলায় এতো আলোড়ন।।
CBALO/আপন ইসলাম