চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে থানা পুলিশ।শনিবার দুপুর ১২ টার দিকে ভাঙ্গুড়া পৌর-সদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হোসেন আলী (৪৭) ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়ীয়া নতুন পাড়ার ইয়াছিন আলীর ছেলে ও একাধিক মাদক মামলার আসাসী।
ভাঙ্গুড়া থানার এএসআই কামরুজ্জামান ও এএসআই সাজিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিরার (২৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ১০০ পিচ ইয়াবাসহ হোসেন আলীকে ভাঙ্গুড়া পৌর-সদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, মামলা এখনো প্রক্রিয়াধীন আছে মামলা শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।
CBALO/আপন ইসল