ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনা ভাইরাসের এই করুণ পরিস্থিতিতে চট্টগ্রামের আনোয়ারায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আনোয়ারের উদ্যোগে ৩০০ কর্মহীন, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার দুধকুমড়া এলাকাসহ বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা পৌঁছে দেয়া হয়। ঈদ উপহার হিসেবে এসব ৩০০ পরিবারে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, ও অন্যান্য সামগ্রী এবং নগদ টাকা বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহূর্তে ব্যবসায়ী নুরুল আনোয়ারের এই খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন অসহায় ও হতদরিদ্র মানুষেরা। ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আনোয়ার বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের অবস্থা খুবই করুণ। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এ ক্রান্তিকালে আমি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।